কবর যিয়ারতের নিয়ম ও দোয়া
اَلسَّلَامُ عَلَيْكُمْ يَا أَهْلَ الْقُبُوْرِ يًغْفِرُ اللّٰهُ لَنَا وَلَكُمْ وَ اَنْتُمْ سَلَفُنَا وَنَحْنُ بِا الْاَثَرِ اَلسَّلَامُ عَلَيْكُمْ يَا اَصْحَابَ رَسُوْلِ اللّٰهِ صَلَّى اللّٰهُ عَلَيْهِ وَسَلَّمْ
“আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুরি ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম ওয়া আনতুম সালাফুনা ওয়ানাহনু বিলআসারি।” আসসালামু আলাইকুম ইয়া আসহাবা রাসুলিল্লাহি ছাল্লাল্লাহু আলাইহি ওয়া ছাল্লাম।
বাংলা অনুবাদঃ অর্থ: হে কবরবাসীগণ! তোমাদের প্রতি সালাম। আল্লাহ পাক আমাদিগকে এবং তোমাদিগকে ক্ষমা করুন। তোমরা আমাদের পূর্বগামী এবং আমরা তোমাদের পশ্চাদবর্তী। হে আল্লাহর রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাহাবাগণ (রাঃ) আপনাদের প্রতি সালাম।