প্রকৃতি ও পরিবেশ
জিনের ক্ষতি থেকে রক্ষা পাওয়ার বিশেষ দোয়া
Bismillah
أَعُوذُ بِوَجْهِ اللَّهِ الْكَرِيمِ وَبِكَلِمَاتِ اللَّهِ التَّامَّاتِ اللَّاتِي لَا يُجَاوِزُهُنَّ بَرٌّ وَلَا فَاجِرٌ مِنْ شَرِّ مَا يَنْزِلُ مِنَ السَّمَاءِ وَشَرِّ مَا يَعْرُجُ فِيهَا وَشَرِّ مَا ذَرَأَ فِي الْأَرْضِ وَشَرِّ مَا يَخْرُجُ مِنْهَا وَمِنْ فِتَنِ اللَّيْلِ وَالنَّهَارِ وَمِنْ طَوَارِقِ اللَّيْلِ وَالنَّهَارِ إِلَّا طَارِقًا يَطْرُقُ بِخَيْرٍ يَا رَحْمَنُ.

আউজুবি ওয়াজহিল্লাহিল কারিম ওয়া বি কালিমাতিল্লাহিত তামাতিল্লাতি লা ইউজায়ূজু হুন্না বাররা। ওয়ালা ফাজিরু মিন শাররি মা ইয়ানজিলু মিনাস সামায়ে ওয়া শাররিমা ইয়ারিজু ফিহা। ওয়া শাররি মা জারা ফিল আরদি। ওয়া শাররি মা ইউখরিজু মিনহা। ওয়া মিন ফিতানিল লাইলে ওয়ান নাহারে। ওয়া মিন তাওয়ারিকিল লাইলে ওয়ান নাহারে ইল্লা তারিকান ইয়াতরুকু বিল খাইরে ইয়া রহমান'

বাংলা অনুবাদঃ
মহান দয়াময় আল্লাহর অনুগ্রহে এবং আল্লাহর ওইসব কালিমাসমূহের মাধ্যমে আমি আল্লাহর কাছে আশ্রয় চাচ্ছি যেগুলোকে অতিক্রম করতে পারেনা কোনো বাধ্য কিংবা অবাধ্য জাতি। আশ্রয় প্রার্থনা করছি ওইসব বস্তুর ক্ষতি থেকে যা আকাশ থেকে নেমে আসে, এবং ওইসব জিনিসের ক্ষতি থেকে যা আকাশের দিকে উড়ে বেড়ায়, এবং সেসব জিনিসের ক্ষতি থেকে যা জমিনে সৃষ্টি হয় এবং এমন জিনিসের ক্ষতি থেকে যা জমিন থেকে বেরিয়ে আসে। আশ্রয় প্রার্থনা করছি দিন-রাতের ফেতনা থেকে এবং দিন-রাতের আগত জিনিসের ফেতনা থেকে। তবে কল্যাণ বয়ে আনে এমন আগন্তুক ছাড়া, হে দয়াময়।