গৃহ ও পরিবার
নিজের জন্য এবং পিতামাতা ও মুমিনদের জন্য ইবরাহীম (আ.)-এর দোয়া
Bismillah
رَبَّنَا اغْفِرْلِيْ وَلِوَالِدَيَّ وَ لِلْمُؤْمِنِيْنَ يَوْمَ يَقُوْمُ الْحِسَابُ

রাব্বানাগফিরলি ওয়ারিওয়ালিদাইয়্যা ওয়া লিলমু`মিনিনা ইয়াওমুল হিসাব

বাংলা অনুবাদঃ
হে আমার প্রতিপালক! যেদিন হিসাব অনুষ্ঠিত হবে সেদিন আমাকে, আমার পিতামাতাকে ও মুমিনদেরকে ক্ষমা কর।’(সূরা ইবরাহিম : আয়াত ৪১)। এ আয়াতগুলো হজরত ইবরাহিম আলাইহিস সালামের দোয়া যা আল্লাহ তাআলা কুরআনে উল্লেখ করেছেন। বান্দার শিক্ষা ও বাস্তবজীবনে এ দোয়াগুলো দ্বারা আল্লাহর কাছে সাহায্য চাওয়ার জন্য।