দৈনন্দিন জীবন
ঘরে প্রবেশ করার দোয়া।
Bismillah
بِسْمِ اللهِ وَلَجْنَا وَ بِسْمِ اللهِ خَرَجْنَا وَعَلَى اللهِ رَبِّنَا تَوَكَّلْنَا اَللّٰهُمَّ اِنِّيْ اَسْاَلُكَ خَيْرَ الْمَوْلِجِ وَخَيْرَ الْمَخْرَجِ

উচ্চারণঃ আল্লা-হুম্মা ইন্নি আসআলুকা খাইরাল মাওলিজি, ওয়া খাইরাল মাখরজি, বিসমিল্লাহি ওয়ালাজনা, ওয়া বিসমিল্লাহি খারাজনা, ওয়া আলাল্লাহি রাব্বিনা তাওয়াক্কালনা।

বাংলা অনুবাদঃ
অর্থঃ হে আল্লাহ! আমি আপনার কাছে ভিতরে প্রবেশ এবং বের হবার কল্যাণ কামনা করছি। আমরা আল্লাহ তা’আলার নামে প্রবেশ করলাম এবং আল্লাহর নামে বের হলাম এবং আমরা আমাদের রব আল্লাহর উপরই ভরসা করলাম।