দৈনন্দিন জীবন
নতুন কাপড় পরিধানের দোয়া।
Bismillah
َللّٰهُمَّ لَكَ الْحَمْدُ أَنْتَ كَسَوْتَنِيْهٖ، أَسْأَلُكَ مِنْ خَيْرِهٖ

উচ্চারণ: আল্লা-হুম্মা লাকাল-হামদু আনতা কাসাওতানীহি। আসআলুকা মিন খইরিহি।

বাংলা অনুবাদঃ
অর্থ : “হে আল্লাহ্! আপনারই জন্য সকল প্রশংসা। আপনিই এটি আমাকে পরিয়েছেন। আমি আপনার কাছে এর কল্যাণ চাচ্ছি ।