শুকরিয়া আদায় করার দোয়া
রাব্বি আওঝি’নি আন্ আশকুরা নি’মাতাকা-ল্লাতি আন্আ’মতা আ’লাইয়্যা ওয়া আ’লা ওয়া-লিদাইয়্যা ওয়া আন আ’মালা ছা-লিহান্ তারদাহু ওয়া আদখিলনি বিরাহমাতিকা ফি ই’বাদিকাছ ছালিহিন।
বাংলা অনুবাদঃ অর্থ : হে আমার পালনকর্তা! আমাকে ও আমার পিতা-মাতাকে যে নিয়ামাত তুমি দান করেছ তার কৃতজ্ঞতা প্রকাশ করার শক্তি দান কর। আর আমি যাতে তোমার পছন্দনীয় সৎকর্ম করতে পারি এবং আমাকে তোমার অনুগ্রহে তোমার সৎকর্মপরায়ণ বান্দাদের অন্তর্ভূক্ত কর। (সুরা নামল : আয়াত ১৯)