আল্লাহর সন্তুষ্টি ও রহমত লাভের দোয়া
اَللَّهُمَّ اجْعَلْ لِىْ فِيْهِ نَصِيْبَا مِنْ رَحْمَتِكَ الْوَاسِعَةِ وَاهْدِنىِ فِيْهِ لِبَرَاهِيْنِكَ السَّاطِعَةِ وَ خُذْ بِنَاصِيَتِىْ اِلَى مَرْضَاتِكَ الْجَامِعَةِ بِمَحَبَّتِكَ يَا أَمَلَ الْمُشْتَاقِيْن
আল্লাহুম্মাঝ আ’ললি ফিহি নাসিবাম মিন রাহমাতিকাল ওয়াসিআ’তি; ওয়াহদিনি ফিহি লিবারাহিনিকাস সাত্বিআ’তি; ওয়া খুজ বিনাসিয়াতি ইলা মারদাতিকাল ঝামিআ’তি; বিমাহাব্বাতিকা ইয়া আমালাল মুশতাক্বিন।
বাংলা অনুবাদঃ হে আল্লাহ ! আজকের দিনে আপনি আমাকে আপনার প্রশস্ত রহমতের অধিকারী করুন। আমাকে পরিচালিত করুন আপনার উজ্জ্বল প্রমাণাদির দিকে। হে আগ্রহীদের লক্ষ্যস্থল! আপনার ভালোবাসা ও মহব্বতের উসিলায় আমাকে আপনার পূর্ণাঙ্গ সন্তুষ্টির দিকে নিয়ে যান।