নামাজের আগে ও পরে
মাগরিব নামাজের পরের দোয়া
Bismillah

লা ইলাহা ইল্লাল্লাহু মোহাম্মাদুর রাসুল্লুল্লাহ

বাংলা অনুবাদঃ
মাগরিবের পর ১০০ বার “লা ইলাহা ইল্লাল্লাহু মোহাম্মাদুর রাসুল্লুল্লাহ” পড়িলে ০১। দুনিয়ার কোন প্রয়োজনীয় কাজে অপরাগ হইবে না। ০২। দৈনিক পাঁচবার আল্লাহ পাক রহমতের দৃষ্টি করিবেন। ০৩। কেয়ামতের দিন বিপদকালে আল্লাহ তাহার প্রতি রাজী থাকিবেন। ০৪। কবরের আজাব হইতে নিরাপদে থাকিবেন। ০৫। মনকার নাকিরের সওয়ালের জাবাব আছান হইবে।