হজ কী
হজের শাব্দিক অর্থ ‘কোনো মহৎ কাজের ইচ্ছা করা’। পরিভাষায় ‘নির্দিষ্ট দিনে হজের
নিয়তে ইহরাম অবস্থায় আরাফার ময়দানে অবস্থান করা এবং বায়তুল্লাহ শরিফ তাওয়াফ করা।’সর্বপ্রথম পৃথিবীতে হজ পালন করেন হজরত আদম (আ:)। বিভিন্ন তাফসির গ্রন্থে উল্লেখ
রয়েছে, হজরত আদম আ: আল্লাহ তায়ালার নির্দেশে ফেরেশতাদের মাধ্যমে পবিত্র মক্কা
নগরীতে এসে বায়তুল্লাহর ভিত্তি স্থাপন করেন এবং হজ পালন করেন। এর পর থেকেই হজের
ধারাবাহিকতা চলতে থাকে।আবু হুরায়রা রা: থেকে বর্ণিত:
রাসূল (সা:) ইরশাদ করেছেন- ‘হজরত আদম (আ:) যখন পৃথিবীতে অবতরণ করেন তখন তিনি কাবাঘর
সাতবার তাওয়াফ করেন। অতঃপর বর্তমানে যেটি মাকামে ইবরাহিম সেখানে দু’রাকাত সালাত
আদায় করেন এবং কাকুতি-মিনতি করে প্রভুর দরবারে দোয়া করেন।’