উকুফে আরাফা
আমরা সুনির্দিষ্ট স্থানের বাইরে উকুফে আরাফা করছিলাম। ইবনে মেরবা আনসারি আমাদের
কাছে এলেন এবং বললেন, আমি আপনাদের কাছে রাসূলুল্লাহর প্রতিনিধি।
তিনি বলেছেন:
হজ্জের মাশায়ের জায়গায় অবস্থান করুন কেননা আপনারা আপনাদের পিতা ইব্রাহীমের
ঐতিহ্যের ওপর রয়েছেন।এর অর্থ ইব্রাহীম (আঃ) উকুফে আরাফা করেছিলেন, সে হিসেবে আমরাও করে থাকি।