ইহরাম অবস্থায় অনুমোদিত কার্যাবলী
 * হাতঘড়ি, চশমা, হেডফোন, বেল্ট, মানিব্যাগ, শ্রবণযন্ত্র ব্যবহার করা যাবে। মহিলারা
   আংটি ও গলায় চেইন পরতে পারবেন।
 * ছাতা, বাস ও গাড়িসহ তাবু, সিলিংয়ের ছায়ায় আশ্রয় নেওয়া যাবে।
 * লাগেজ, ম্যাট্রেস ইত্যাদি মাথায় বহন করা।
 * জখম/ আহত স্থানে ব্যান্ডেজ পরা যাবে।
 * চশমা, ঘড়ি, টাকা ও অন্যান্য প্রয়োজনীয় জিনিসপত্র বহন করার জন্য সেলাইযুক্ত
   ছোট ব্যাগ ব্যবহার করা যাবে।
 * পরিষ্কার পরিচছন্নতার জন্য পরিধানের ইহরাম কাপড় পরিবর্তন করা যাবে। ইহরামের
   কাপড় ধৌত করা গোসল করা যাবে।