ইহরামের বিধান লঙ্ঘনের কাফফারা
* ইহরাম অবস্থায় কারো সঙ্গে যৌন সঙ্গম করলে তার ইহরাম ভেঙে যাবে। হজ/ওমরাহ
সম্পূর্ণ বাতিল হয়ে যাবে। কিন্তু তবুও তাকে হজ/ওমরাহর বাকি সব বিধান সম্পন্ন
করতে হবে এবং তাকে কাফফারা হিসেবে হারাম এলাকার মধ্যে একটি ফিদইয়া/দম (পশু জবাই)
করতে হবে এবং একনিষ্ঠভাবে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করতে হবে। আবার
পরবর্তীতে তাকে হজ/ওমরাহর জন্য আসতে হবে বা পুনরায় হজ/ওমরাহ করতে হবে।
* কেউ যদি কাউকে ইহরাম অবস্থায় কোনো একটি নিষিদ্ধ কাজ করতে বাধ্য করে অথবা অন্য
কোনো কারণে বাধ্য হয়ে ইহরাম অবস্থায় নিষিদ্ধ কোনো কাজ করে তাহলেও তাকে কোনো
ফিদইয়া দিতে হবে না।
* ইহরাম অবস্থায় স্বপ্নদোষ হলে তাতে ইহরাম নষ্ট হবে না। ফরয গোসলের মাধ্যমে নাপাক
ধুয়ে পরিষ্কার করতে হবে। এ জন্য অতিরিক্ত আরেকটি ইহরাম কাপড় রাখা উত্তম।
* কেউ যদি সজ্ঞানে বা ইচ্ছাকৃতভাবে ইহরাম অবস্থায় নিষিদ্ধ কোনো কাজ করে তাহলে
কাফ্ফারা (ফিদইয়া/দম) আদায় ক় করতে হবে।
[সূরা আল-বাকারা: ১৯৬]