ইহরাম এর বিবরণ
হজ্ব ও ওমরার সর্বপ্রথম কাজ ইহরাম:
হজ্ব অথবা ওমরার কাজে অন্তর্ভুক্ত হওয়ার নিয়ত করা। এর সময় হল: ওমরার জন্য বছরের
যে কোন সময়। হজ্বের জন্য হজ্বের নির্ধারিত মাস সমূহ। সেগুলো হল,
* শাওয়াল,
* যুলকা'দা এবং
* যুলহজ্বের প্রথম দশ দিন।
মীকাত হতে ইহরামের কাপড় পরলেই হজ্ব ও ওমরার মূল কাজসমূহ শুরু হয়ে যায়। সুতরাং, হজ্ব
ও ওমরার ইচ্ছায় কোন ব্যক্তি যখন স্থলপথে গাড়ী বা অন্য কোনভাবে মীকাত পৌঁছবেন, তাঁর
জন্য মুস্তাহাব হলো: গোসল করা, সম্ভব হলে সুগন্ধি ব্যবহার করা। তবে গোসল না করলেও
হজ্ব অথবা ওমরার কোন ক্ষতি হবে না। এরপর পুরুষগণ দুটি পরিষ্কার সাদা ইজার ও চাদর
ইহরামের পোষাকস্বরুপ পরবে। মহিলাদের ইহরামের জন্য আলাদা কোন পোষাক সুন্নত নয়। বরং
তারা পুরো শরীরের পর্দা রক্ষা হয় এমন যেকোন পোষাক পরতে পারবে। তবে তা যেন সাজ-সজ্জা
প্রদর্শনের জন্য না হয়।