হজ
ওমরা অথবা হজ্বের জন্য নিয়ত

শুধুমাত্র ওমরার জন্য: "লাব্বাইকা ওমরাহ" তামাত্তু হজ্বের জন্য: "লাব্বাইকা ওমরাতান মুতামাতিয়ান বিহা ইলাল হজ্ব" কেরান হজ্বের জন্য: "লাব্বাইকা ওমল্লাতান ওয়া হাচ্ছা" ইফরাদ হজ্বের জন্য: "লাব্বাইকা হাজ্জা" আর তালবিয়া শুরু করার সাথে সাথেই সে হজ্ব অথবা ওমর- কাজ শুরু করার ঘোষণা দিল। আর যদি উড়োজাহাজে অথবা সমুদ্রপথে আসে তবে চিরাচরিত নিয়ম হচ্ছে: বিমান ও জাহাজের চালকগণ মীকাত নিকটবর্তী হলে ঘোষণা দিয়ে থাকে, যেন হজ্ব ও ওমরার যাত্রীগণ ইহরামের পোষাক পরে প্রস্তুতি নিতে পারে। অতঃপর, উড়োজাহাজ যখন মীক্বাত বরাবর আসবে, তখনই হজ্ব অথবা ওমরার নিয়ত করে বেশী বেশী তালয়্যিাহ পড়তে থাকবে। উল্লেখ্য: ইহরামের কাপড় বাড়ী থেকে পরে আসলেও কোন সমস্যা নেই। এমতাবস্থায়, বিমান অথবা জাহাজে যখন মীক্বাত পৌঁছার বিষয়টি জানতে পারবে, তখন শুধুমাত্র তালবিয়্যা পড়ে হজ্ব বা ওমরার কাজ শপুরুষগণ তালবিয়্যাহ পড়বেন উচ্চস্বরে আর মহিলাগণ পড়বেন নিম্নস্বরে।ুরু করে দিবে।