যুল হুলাইফা
ইহরামের জন্য পাঁচটি মীকাত-
নবী করীম (সাল্লাল্লাহু আইহি ওয়া সাল্লাম) ইহরামের জন্য পাঁচটি মীকাত নির্ধারণ করে
দিয়েছেন। যে ব্যক্তি হজ্ব বা ওমরা আদায় করতে চায়, তার উপর এ মীকাতসমূহের যে কোন
একটি থেকে ইহরাম করা। নিয়ত করা ওয়াজিব।
যুল হুলাইফা: মদীনাবাসী এবং এ পথে যারা আসবেন তাদের জন্য মীকাত হচ্ছে; "যুল
হুলাইফা"। যার বর্তমান নাম "আবইয়ার আলী"। মক্কা মুকাররামা থেকে এর দূরত্ব ৪৫০
কি:মি:।