হজ
জুহফা

শাম, মরক্কো, মিশরবাসী এবং এ পথ হয়ে যারা আসবেন তাদের মীকাত হল; "জুহফা"। "রাবেগ" শহরের নিকটেই অবস্থিত। তাই বর্তমানে মানুষ রাবেগ থেকেই ইহরাম পরে। মক্কা মুকাররামা থেকে এর দূরত্ব ১৮২ কিঃমিঃ। নজদ বাসী এবং ঐ এলাকা হয়ে যারা আসবেন তাদের মীকাত হল; "কারনুল মানাযিল"। বর্তমান নাম "সায়লুল কাবীর"। মক্কা মুকাররামা থেকে যার দূরত্ব ৭৫ কিঃমিঃ।