হজ
যাতু ইরক

যিনি হজ্ব অথবা ওমরার নিয়ত করবেন তার জন্য এ সকল মীকাত অতিক্রম হওয়ার মুহূর্তে অবশ্যই ইহরাম থাকতে হবে। যদি কেউ ইচ্ছাকৃতভাবে ইহরাম ছাড়াই মীকাত অতিক্রম করে, তাকে অবশ্যই ফিরে গিয়ে মীকাত হতে ইহরাম পরে আসতে হবে। অন্যথায় তাকে "দম" দিতে হবে। "দম" হলো: একটি ছাগল অথবা একটি ভেড়া অথবা একটি দুম্বা, যা মক্কার হারাম সীমার ভেতরে জবাই করে মক্কার ফকীর- মিসকীনদের মধ্যে বণ্টন করে দিতে হবে।