হজ
সাফা

তাওয়াফ শেষ হলে ওমরা আদায়কারী সায়ী করার জন্য সাফা পাহাড়ের দিকে অগ্রসর হবে। সাফার কাছাকাছি হলে এই আয়াতটি পড়বে:এরপর সাফা পাহাড়ে আরোহণ করে কেবলামুখী হয়ে দাঁড়িয়ে আল্লাহর প্রশংসা আদায় করবে ও তিনবার তাকবীর বলবে। এরপর দু'হাত তুলে আল্লাহর কাছে বেশী করে দোয়া করবে। তিনবার এই দোয়াটি পড়বে-অনেক হজ্ব ও ওমরাকারীকে তাকবীর বলার সময় হাত তুলতে দেখা যায়। এটি একটি প্রচলিত ভুল।এরপর সাফা থেকে নেমে স্বাভাবিকভাবে হেঁটে মারওয়ার দিকে রওয়ানা হবে। এ সময় যে কোন দোয়া করতে পারবে; নিজের জন্য, পরিবার-পরিজন, আত্মীয়-স্বজন ও সমগ্র মুসলিম উম্মাহর কল্যাণের জন্য দোয়া করবে। সবুজ দাগ পর্যন্ত পৌঁছলে প্রথম সবুজ দাগ থেকে দ্বিতীয় সবুজ দাগ পর্যন্ত পুরুষগণ দৌঁড়ে অতিক্রম করবেন। মহিলাগণ স্বাভাবিকভাবে চলবেন। এরপর মারওয়া পর্যন্ত স্বাভাবিকভাবে হেঁটে যাবে