হজ
সিয়াম পালন-রোজা রাখা

যিলহজ মাসরে প্রথম দশ দিনের রোজা রাখা একটি গুরুত্বপূর্ণ আমল। যেহেতু অন্যান্য নেক আমলরে মধ্যে সিয়ামও অন্যতম, তাই এ দিনগুলোতে খুব যত্নসহকারে সিয়াম পালন করা।রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন-