হজ
আল্লাহর যিকির করা

এ দিনসমূহে অন্যান্য আমলের মাঝে যিকিরের এক বিশেষ মর্যাদা রয়েছে, যেমন হাদিসে এসেছে- আল্লাহ রাব্বুল আলামিন বলেন-অধিকাংশ আলেম বলেছেন: এ আয়াতে নির্দিষ্ট দিন বলতে যিলহজের প্রথম দশ দিনকে নির্দেশ করা হয়েছে। এ সময়ে আল্লাহর বান্দাগণ বেশি বেশি করে আল্লাহর প্রশংসা করেন, তার পবিত্রতা বর্ণনা করেন, তার নেয়ামতের শুকরিয়া আদায় করেন, কুরবানির পশু যবেহ করার সময় আল্লাহর নাম ও তাকবীর উচ্চারণ করে থাকেন। হাদিসে আছে চারটি বাক্য আল্লাহর নিকট অধিক ১-সুবহানাল্লাহ ২-আলহামদু লিল্লাহ ৩-লা-ইলাহা ইল্লাল্লাহু ৪-আল্লাহু আকবর।  এ দিনগুলোতে এ যিকিরগুলো করা যেতে পারে।