হজ
বিদায় হজ কি

রাসুল সা. পরলোকগমনের পূর্বে যে হজ্জ্বে আকবর পালন করেছিলেন তাই বিদায় হজ্জ বা হজ্জুল বিদা। এই হজ্জে রাসুল সা. এর যে বক্তব্য রেখেছিলেন তা খুতবাতু হজ্জ্বুল বিদা বা বিদায় হজ্জের ভাষণ বলে সুপরিচিত এবং এটি ইসলামের ইতিহাসে খুবই গুরুত্বপূর্ণ দশম হিজরি সনে অর্থাৎ ৬৩২ খৃষ্টাব্দে এই হজ্জ অনুষ্ঠিত হয়।ফলে মুশরিকমুক্ত পরিবেশে তিনি এই হজ্জ করেন এবং এই হজ্জ অনুষ্ঠানের আমীর ও প্রশিক্ষক ছিলেন তিনি নিজে। এই হজ্জে আরাফাতের ময়দানে ও মিনায় তিনদিনে বিভিন্ন সময় ৩১টি বিষয়ে তিনি উম্মতকে সতর্ক করেন