তালবিয়া পাঠের ক্ষেত্রে ভুলত্রুটি
 * অনেকে দলবদ্ধভাবে একই স্বরে তালবিয়া পাঠ করে থাকেন। পূর্বে একজন বলেন পরে সবাই
   সমস্বরে বলেন। এরূপ করা ভুল। রাসূলুল্লাহ (ﷺ)ও সাহাবাগণ এভাবে তালবিয়া পাঠ
   করেননি। তারা প্রত্যেকেই ভিন্ন ভিন্নভাবে উচ্চস্বরে তালবিয়া পড়তেন।
 * অশুদ্ধভাবে তালবিয়া পাঠ। তালবিয়া হজ্জের স্লোগান হওয়া সত্ত্বেও অনেকেই
   অশুদ্ধভাবে তালবিয়া পাঠ করেন। এটা ঠিক নয় বরং গুরুত্ব দিয়ে তালবিয়া মুখস্থ করতে
   হবে ও বিশুদ্ধভাবে পাঠ করতে হবে।