উকুফে মুযদালেফার ভুলত্রুটি
* ধীর-স্থির ও শান্ত ভাব বজায় না রেখে হুলস্থুল করে মুযদালেফার পথে রওয়ানা
হওয়মুযদালিফায় পৌঁছার পূর্বে পথেই মাগরিব এশা আদায় করে নেয়া।
* সালাত, কুরআন তিলাওয়াত, জিকির আযকারের মাধ্যমে মুযদালিফায় রাত্রিযাপন করা।
* মুযদালিফায় উকুফ না করে তা অতিক্রম করে মিনায় চসূর্যোদয় কিংবা তারও পর
পর্যন্ত মুযদালেফার উকুফকে প্রলম্বিত করা। কেননা রাসূল (ﷺ) সূর্যোদয়ের পূর্বেই
মিনার উদ্দেশ্যে যাত্রা করেছিলেন করেছিলেন।