১০টি পরামর্শ
 * সব ধরনের খরচ সম্পর্কে ধারণা রাখা: টাকা কম-বেশির ভিত্তিতে নয়, প্যাকেজের
   সুবিধাদি দেখে, শুনে, বুঝে চুক্তি করবেন।
 * হজ প্যাকেজ: হজ প্যাকেজ কত দিন, সৌদি আরবে অবস্থানের মেয়াদ কত দিন, কোথায় কত
   দিন অবস্থান এবং তা কীভাবে, মোয়াল্লেমের অতিরিক্ত সেবা খরচ বিস্তারিত জানতে
   হবে।
 * মক্কা-মদিনায় বাসার অবস্থান: মক্কায় বাসার ধরন (সমতল বা উঁচুতে) এবং তা কাবা
   শরিফ থেকে কত দূরে জেনে নিন। মদিনার বাসা মসজিদে নববি থেকে কত দূরে তা জেনে নিন।
 * খাবার: সৌদি আরবে পৌঁছে তিন বেলা খাবার দেওয়া হবে কি না বা বিকল্প ব্যবস্থা কী,
   তা জানতে হবে।
 * কোরবানি: প্রতারণা এড়াতে ইসলামি উন্নয়ন ব্যাংক বা আইডিবির কুপন কিনে দেওয়া
   ভালো।