হজ
ইহরামের নিয়ত করা

ইহরামের কাপড় পরিধানের পর ইহরামের নিয়ত করতে হবে। যদি ওমরা জন্য ইহরাম হয় তাহলে বলবে- ‘লাব্বাইক ওমরাতান’ আর যদি ইহরাম হজের জন্য হয় তাহলে বলবে- ‘লাব্বাইক হাজ্জান’ অতঃপর হজ বা ওমরা সহজে সম্পাদনের জন্য ইমাম কুদুরি রাহমাতুল্লাহি আলাইহি এ দোয়াটি পড়তে বলেন-  اللَّهُمَّ إِنِّي أُرِيدُ العُمْرَةَ/الحَجَّ فَيَسِّرْهَا لِي وَتَقَبَّلْهَا مِنِّي উচ্চারণ:  আল্লাহুম্মা ইন্নি উরিদুল ওমরাহতা/হাজ্জা ফাইয়াসসিরহু লি ওয়া তাকাব্বালহু মিন্নি’ অর্থ :  হে আল্লাহ! আমি ওমরার/হজের ইচ্ছা করছি; আপনি আমার জন্য তা সহজ করে দিন এবং আমার পক্ষ থেকে তা কবুল করুন।’ ইহরাম পরিধান করার জন্য ৫টি নির্দিষ্ট স্থান রয়েছে। এগুলোকে বলা হয় মীকাত।  ইহরামের নিয়তে এই দোয়া পড়া যায়  اللَّهُمَّ إِنِّي أُرِيدُ العُمْرَةَ فَيَسِّرْهَا لِي وَتَقَبَّلْهَا مِنِّي উচ্চারণ:  আল্লাহুম্মা ইন্নি উরিদুল ওমরতা ফা-ইয়াসসিরহু লি ওয়া তাকাব্বালহু মিন্নি। অর্থ :  হে আল্লাহ! আমি ওমরাহর ইচ্ছা করছি, আপনি আমার জন্য তা সহজ করে দিন এবং আমার পক্ষ থেকে তা কবুল করুন।’ এরপর বলতে হবে  لَبَّيْكَ اللَّهُمَّ عُمْرَةً উচ্চারণ:  লাব্বাইক আল্লাহুম্মা ওমরতান/ওমরাহ  অর্থ :  হে আল্লাহ! ওমরাহকারী হিসেবে আপনার দরবারে হাজির। তালবিয়া পাঠ করতে হবে অনবরত।