হজ
হারাম শরিফে প্রবেশের সময় দোয়া

হারাম শরিফে প্রবেশের সময় এ দোয়া পড়ুন- اللَّهُمَّ هَذَا أَمْنُكَ وَحَرَامُكَ، وَمَنْ دَخَلَهُ كَانَ آمِنًا، فَحَرِّمْ لَحْمِي وَدَمِي وَعِظَامِي وَبَشَرِي عَلَى النَّارِ উচ্চারণ :  আল্লাহুম্মা হাজা আমনুকা ওয়া হারামুকা। ওয়ামান দাখালাহু কানা আ-মিনা ফাহাররিম লাহমি ওয়া দামি ওয়া আজামি ওয়া বাশারি আলান্নার। অর্থ :  হে আল্লাহ, এটা আপনার সুরক্ষিত পবিত্র স্থান। এখানে প্রবেশকারী যে কেউ আপনার নিরাপত্তা পায়। সুতরাং আমার গোশত, রক্ত, অস্থি ও চর্মকে আগুনের জন্য হারাম করে দিন। মসজিদে হারামে প্রবেশের সময় অন্যান্য সুন্নাত আদায় করে এই দোয়া পড়ুন- اللّهُمَّ اغْفِرْ لِي ذُنُوبِي وَافْتَحْ لِي أَبْوَابَ رَحْمَتِكَ উচ্চারণ : আল্লাহুম্মাগফির লী যুনূবী, ওয়াফতাহ লী আবওয়াবা রাহমাতিকা। অর্থ : হে আল্লাহ, আমার গোনাহসমূহ ক্ষমা করুন এবং আপনার রহমতের দরজাসমূহ আমার জন্য খুলে দিন।