ওমরাহ হজের রুকন ও ওয়াজিব সমূহ
ওমরাহহ এর রুকুন (ফরয) হল তিনটি -
• অন্তরে নিয়্যাত করে ইহরাম বাঁধা।
• বায়তুল্লাহর তাওয়াফ করা।
• সাফা ও মারওয়ার সাঈ করা।
ওমরাহহ হজের ওয়াজিব হল দু‘টি -
• মীক্বাত হতে ইহরাম বাঁধা।
• মাথার চুল ছোট করা।
এ ছাড়া সমস্ত কাজগুলি হচ্ছে সুন্নাত।