অতঃপর জমজমের পানি পান
মাকামে ইবরাহিমে নামাজ আদায় করে জমজমের পানি পান করে নেয়া। মাতআফের চর্তুদিকে
জমজমের পানির ঝার/ড্রাম রয়েছে। যাদের ঠাণ্ডার সমস্যা রয়েছে তাদের জন্য জমজমের গরম
পানির ব্যবস্থাও রয়েছে।
জমজমের পানি পানের সময় শুরুতে বিসমিল্লাহ ও শেষে আলহামদুলিল্লাহ বলুন এবং পান করার
আগে-পরে এই দোয়া পড়ুন-
اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ عِلْمًا نَافِعًا، وَرِزْقًا وَاسِعًا، وَشِفَاءً
مِنْ كُلِّ دَاءٍ
উচ্চারণ :
আল্লাহুম্মা ইন্নি আসআলুকা ইলমান নাফিয়া, ওয়া রিজকান ওয়াসিয়া, ওয়া শিফাআম মিন
কুল্লি দা-য়ি।
অর্থ :
হে আল্লাহ, আমি আপনার কাছে উপকারী ইলম, প্রশস্ত রিজিক ও সব রোগ থেকে শেফা প্রার্থনা
করছি।