তৃতীয় কাজ : সাফা-মারওয়ায় সাঈ করা (ওয়াজিব)
ঝমঝমের পানি পান করে ধীরে ধীরে সাফা পাহাড়ে আরোহন করা। সাফা ও মারওয়া পাহাড় দুটি
কাবা শরিফের পাশেই অবস্থিত। নবী ইব্রাহীম (আ) এর স্ত্রী বিবি হাজেরার স্মৃতিবিজড়িত
পাহাড় দুটি সাফা ও মারওয়া। সাফা ও মারওয়া পাহাড় দুটি কাবা শরিফের পাশেই অবস্থিত।
হজ্জ যাত্রী ও ওমরাহ পালনকারী সকলেই এই দুটি পাহাড়ে সাতবার আসা যাওয়া করতে হয়।
এটিকেই সাঈ বলে।
কোরআনে রয়েছে,
‘নিশ্চয় সাফা ও মারওয়া আল্লাহর নিদর্শনাবলির একটি; তাই যারা হজ করবে বা ওমরাহ করবে,
তারা এ দুটি প্রদক্ষিণ (সাঈ) করবে।’
[বাকারা - ১৫৮]
‘আবদাউ বিমা বাদাআল্লাহু বিহি ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহি’ বলে এ
পাহাড় দুটি মাঝে ৭ বার আসা-যাওয়া করাকে সাঈ বলা হয়। এই আয়াত শুধু সাঈর শুরুতে সাফার
নিকটবর্তী হলে পড়তে হয় । সাফা-মারওয়ায় প্রতিবার আয়াতটি পড়বার প্রয়োজন নেই।
এরপর পড়বেন
نَبْدَأُ بِمَا بَدَأَ اللهُ بِهِ
উচ্চারণ:
নাবদাউ বিমা বাদাআল্লাহু বিহি।
অর্থ :
আল্লাহ যা দিয়ে শুরু করেছেন আমরাও তা দিয়ে শুরু করছি