ওমরাহ শেষ কাজ : মাথা মুণ্ডন করা (ওয়াজিব)
সাফা এবং মারওয়া পাহাড়দ্বয় সাঈ করার পর মাথা মুণ্ডন করা অথবা মাথার চুল ছেটে ফেলা।
আর নারীরা চুলের আগার দিকে কিছু অংশ কাটার মাধ্যমে ইহরাম থেকে বের হয়ে যাবে।
সাঈ শেষ হওয়ার পর মাথার চুল ছোট বা মুণ্ডন করে নেবেন। বিদায় হজের সময় তামাত্তুকারী
সাহাবীগণ চুল ছোট করেছিলেন। হাদীসে এসেছে,
فَحَلَّ النَّاسُ كُلُّهُمْ وَقَصَّرُوْا
‘অতঃপর সমস্ত মানুষ হালাল হয়ে গেল এবং তারা চুল ছোট করে নিল।’
[মুসলিম : ১২১৮ ]
মাথা মুণ্ডন করা বা চুল ছোট করার সুন্নত পদ্ধতি হলো, মাথার ডান দিকে শুরু করা, এরপর
বাম দিক মুণ্ডন করা। হাদীসে এসেছে,
قَالَ لِلْحَلاَّقِ خُذْ وَأَشَارَ إِلَى جَانِبِهِ الأَيْمَنِ ثُمَّ الأَيْسَرِ
ثُمَّ جَعَلَ يُعْطِيهِ النَّاسَ
‘রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ক্ষৌরকারকে বললেন, নাও। তিনি হাত
দিয়ে (মাথার) ডান দিকে ইশারা করলেন, অতঃপর বাম দিকে। এরপর মানুষদেরকে তা দিতে
লাগলেন।’
[মুসলিম : ২২৯৮]
উল্লেখ্য যে, যারা হজে ক্বিরান আদায় করবে তারা মাথা মুণ্ডন করবে না। আর যারা
তামাত্তু হজ করবেন শুধু তারাই মাথা মুণ্ডন করে ইহরাম থেকে হালাল হবে। আর ইফরাদ হজ
আদায় কারীর জন্য তো ওমরাহহ করার প্রয়োজন নেই।
ওমরাহহকারিগণ চুল ছোট বা মাথা মুণ্ডন করতে গিয়ে যেসব ভুল করেন -
* মাথা মুণ্ডন বা চুল ছোট করার সময় সম্পূর্ণ মাথা পরিব্যাপ্ত না করা। কেউ কেউ
একাধিক ওমরাহহ আদায়ের লক্ষ্যে এরূপ করে থাকে যা সুন্নত পরিপন্থী ও ভুল।
* সাঈর পর বাসায় গিয়ে স্বাভাবিক কাপড়-চোপড় পরে চুল ছোট করা বা মাথা মুণ্ডন
করা। অথচ নিয়ম হল, ইহরামের কাপড় পরিহিত অবস্থায় চুল ছোট করা বা মাথা মুণ্ডন
করা।
* অনেক হাজী সাহেব মনে করেন, তারা একে অন্যের চুল ছোট বা মুণ্ডন করতে পারবেন না।
এটি ভুল ধারণা। হাজী সাহেব নিজের ইহরাম না ছাড়লেও অন্যের মাথার চুল ছোট বা
কামিয়ে দিতে পারবেন।
ওমরাহহ সংক্রান্ত কিছু মাসআলা -
* ওমরাহহর কোনো রুকন ছুটে গেলে ওমরাহ আদায় হবে না। তবে সেই রুকনটি আদায় করলে
ওমরাহহ হয়ে যাবে।
* ওমরাহহর কোনো ওয়াজিব ছুটে গেলে তা আবার করে নিলে ওমরাহ হয়ে যাবে, তা সম্ভব না
হলে দম দিয়ে তা শুধরে নেওয়ার সুযোগ রয়েছে।
* ওমরাহ অবস্থায় কেউ যৌন সঙ্গম করলে, যদি এ কাজটি বাইতুল্লাহ্র তাওয়াফের পূর্বে
সংঘটিত হয়ে থাকে তবে সর্বসম্মতিক্রমে তার ওমরাহ বাতিল হয়ে যাবে। আর যদি
তাওয়াফের পর সাফা-মারওয়ার সাঈ এর পূর্বে হয়, তাহলেও অধিকাংশ আলেমদের নিকট তার
ওমরাহ নষ্ট হয়ে যাবে। তবে তাকে সর্বাবস্থায় এ নষ্ট ওমরাহটির কাজ চালিয়ে যেতে
হবে। তারপর সেটার কাযা করতে হবে এবং হাদী যবেহ করতে হবে। আর যদি বাইতুল্লাহর
তাওয়াফ ও সাফা-মারওয়ার সাঈ করার পর মাথার চুল ছোট বা মুণ্ডানোর পূর্বে সঙ্গম
অনুষ্ঠিত হয়, তবে তার ওমরাহ আদায় হয়ে গেলেও তাকে একটি ছাগল ফিদয়া হিসেবে
যবেহ করতে হবে। ইবন আব্বাস রা. থেকে অনুরূপ বর্ণিত হয়েছে।
[বাইহাকী : ৫/১২৭]