০১. ওযু শুরু করার সময় বিসমিল্লাহ না বলা।
০২. নাপাক স্থানে বসে ওযু করা।
০৩. পায়খানা প্রস্রাবের বেগ নিয়ে ওযু করা।
০৪. নিয়ত না করা।
০৫. কুলি করার সময় গড়গড়া না করা।
০৬. কুলি করা ও নাকে পানি বিনা কারণে বাম হাত দিয়ে দেয়া।
০৭. কোন অঙ্গ তিনবারের কম বা বেশি ধোয়া।
০৮. একাধিকবার মাথা মাসেহ করা।
০৯. ওযু করার পর মেসওয়াক করা।
১০.বেশি পানি খরচ করা।
১১. ওযুর কোন সুন্নাত পরিত্যাগ করা।
১২. নিয়ম অনুযায়ী ওযু না করা।
১৩. ওযু করার সময় কথা বার্তা বলা।
১৪. ওযুর অঙ্গ প্রত্যঙ্গগুলোতে এমন জোরে পানি নিক্ষেপ করা যাতে নিজের বা অন্যের শরীরে লাগে।