০১. শরীরের কোন অংশ থেকে রক্ত, পুঁজ বা পানি বের হয়ে গড়িয়ে পড়লে।
০২. যে কোন অবস্থায় তন্দ্রাচ্ছন্ন হয়ে পড়লে।
০৩. প্রস্রাব বা পায়খানার রাস্তা হতে কোন কিছু বের হলে।
০৪. মুখ ভরে বমি, রক্ত পিন্ড, খাদ্য বা পানি বের হলে। (অল্প অল্প করে কয়েকবার বের হলেও ওযু ভেঙে যাবে)
০৫. মুখ থেকে রক্ত বের হলে তার পরিমাণ যদি থুথুর সমান বা বেশি হয়, তাহলে ওযু ভাঙবে।
০৬. জ্ঞান হারালে।
০৭. পাগল বা মাতাল হলে।
০৮. নামাযের মধ্যে উচ্চস্বরে হাসলে।
০৯. পায়ুপথ দিয়ে ক্রিমি বের হলে।