০১. নিয়ত করা।
০২. বিসমিল্লাহ বলে ওযু আরম্ভ করা।
০৩. হাতের আঙুলগুলো খিলাল করা।
০৪. উভয় হাত কবজি পর্যন্ত তিনবার ধোয়া।
০৫. মিসওয়াক করা।
০৬. তিনবার কুলি করা।
০৭. তিনবার নাকে পানি দেয়া।
০৮. সম্পূর্ণ মুখ-মণ্ডল তিনবার ধোয়া।
০৯. উভয় হাত কনুইসহ তিনবার ধোয়া।
১০. সমস্ত মাথা একবার মাসেহ করা।
১১. উভয় কান একবার মাসেহ করা।
১২. টাখনু পর্যন্ত উভয় পা তিনবার ধোয়া।
১৩. পায়ের আঙুলগুলো খিলাল করা।
১৪. এক অঙ্গ শুকানোর আগেই অন্য অঙ্গ ধোয়া।
১৫. ধারাবাহিকতা বজায় রেখে ওযুর কাজগুলো সম্পুর্ণ করা।