০১. সম্পূর্ণ মুখ মণ্ডল ভালভাবে ধোয়া। অর্থাৎ কপালের উপরিভাগের চুল গজানোর স্থান থেকে থুতনীর নীচ পর্যন্ত এবং এক কানের লতি থেকে অন্য কানের লতি পর্যন্ত ভালভাবে ধোয়া।
০২. কনুইসহ দুহাত ভালভাবে ধোয়া।
০৩. মাথার চার ভাগের এক ভাগ, মাসেহ করা।
০৪. দুপায়ের ছোট গিরাসহ ধোয়া