নাওয়াইতু আন আতাওয়াজ্জা লিরাফয়িল হাদাসি ওয়া ইস্তিবাহাতা লিছছালাতি ওয়া তাক্বারুরুবান ইলাল্লাহি তায়ালা।
এভাবে নিয়ত করার পর ডান ও বাম হাতের কবজি পর্যন্ত যথাক্রমে তিনবার ধুতে হবে।
তারপর গড়গড়ার সাথে তিনবার কুলি করতে হবে।
এরপর ডান হাত দ্বারা নাকে পানি দিয়ে বাম হাতের বৃদ্ধা ও কনিষ্ঠা আঙুল দিয়ে নাকের ছিদ্রে প্রবেশ করিয়ে ভিতরের অংশ পর্যন্ত তিনবার পানি পৌঁছাতে হবে।
অত:পর সম্পুর্ণ মুখ মণ্ডল অর্থাৎ কপালের উপরিভাগের চুল উঠার স্থান থেকে থুতনীর নিচ পর্যন্ত এবং এক কানের লতি থেকে অপর কানের লতি পর্যন্ত ভাল ভাবে তিনবার ধুতে হবে।
লক্ষ্য রাখতে হবে যেন মুখ মণ্ডলের একচুল পরিমাণ অংশও যেন শুকনো না থাকে।
অতঃপর দুই হাত কনুই পর্যন্ত তিনবার ধুতে হবে। এরপর উভয় হাতের কনিষ্ঠা, অনামিকা ও মধ্যমা এ তিনটি আঙুল কানে ঢুকিয়ে বৃদ্ধা আঙুল দিয়ে কানের পৃষ্টদেশ মাসেহ করতে হবে এবং কনিষ্ঠা অনামিকা ও মধ্যমা এ তিনটি আঙুলের পৃষ্ঠদেশ দিয়ে গরদান মাসেহ করতে হবে।
এরপর ডান পায়ের প্রথমে তিনবার টাখনুসহ (ছোট গিরাসহ) ধুতে হবে এরপর বাম পা’ও তিনবার ধুতে হবে।