কুল ইয়া আইয়ুহাল কা-ফিরূনা। লা আ'বুদু মা তা'বুদুন। অলা আনতুম 'আ বিদুনা মা আ'বুদ। অলা আনা 'আ বিদুম মা 'আবাততুম। অলা আনতুম 'আ বিদুনা মা আ'বুদু। লাকুম দীনুকুম অলিয়াদীন।
শুরু করছি আল্লাহর নামে যিনি পরম করুণাময়,অতি দয়ালু।
বল,‘হে কাফিররা।
তোমরা যার ‘ইবাদাত কর আমি তার ‘ইবাদাত করি না।
এবং আমি যার ‘ইবাদাত করি তোমরা তার ‘ইবাদাতকারী নও’।
আর তোমরা যার ‘ইবাদত করছ আমি তার ‘ইবাদাতকারী হব না’।
‘আর আমি যার ‘ইবাদাত করি তোমরা তার ‘ইবাদাতকারী হবে না’।
তোমাদের জন্য তোমাদের দীন আর আমার জন্য আমার দীন।’