কতিপয় প্রয়োজনীয় সূরা

.

সূরা ইখলাস
بِسْمِ اللّهِ الرَّحْمـَنِ الرَّحِيمِ قُلْ هُوَ اللَّهُ أَحَدٌ اللَّهُ الصَّمَدُ لَمْ يَلِدْ وَلَمْ يُولَدْ وَلَمْ يَكُن لَّهُ كُفُوًا أَحَدٌ

বাংলা উচ্চারণঃ বিসমিল্লাহির রাহমানির রাহিম

কুল হুওয়াল্লাহু আহাদ। আল্লা হুচ্ছামাদ। লাম ইয়ালিদ অলাম ইয়ুলাদ। অলাম ইয়া কুল্লাহু কুফুওয়ান আহাদ।


শুরু করছি আল্লাহর নামে যিনি পরম করুণাময়,অতি দয়ালু। বলো, তিনিই আল্লাহ,এক-অদ্বিতীয়। আল্লাহ কারো মুখাপেক্ষী নন,সকলেই তাঁর মুখাপেক্ষী। তিনি কাউকে জন্ম দেননি এবং তাঁকেও জন্ম দেয়া হয়নি।। এবং তার সমতুল্য কেউ নেই।