কতিপয় প্রয়োজনীয় সূরা

.

সূরা ফালাক্ব
بِسْمِ اللّهِ الرَّحْمـَنِ الرَّحِيمِ قُلْ أَعُوذُ بِرَبِّ الْفَلَقِ مِن شَرِّ مَا خَلَقَ وَمِن شَرِّ غَاسِقٍ إِذَا وَقَبَ وَمِن شَرِّ النَّفَّاثَاتِ فِي الْعُقَدِ وَمِن شَرِّ حَاسِدٍ إِذَا حَسَدَ

বাংলা উচ্চারণঃ বিসমিল্লাহির রাহমানির রাহিম

কুল আ'উযু বিরাব্বিল ফালাক্বি। মিন শাররি মা খালাক্ব। অমিন শাররি গা সিক্বিন ইযা অক্বাব। অমিন শাররি ন্নাফফা ছাতি ফিল 'উক্বাদ। অমিন শাররি হা-সিদিন ইযা হাসাদ।


শুরু করছি আল্লাহর নামে যিনি পরম করুণাময়,অতি দয়ালু। বলুন,আমি আশ্রয় গ্রহণ করছি প্রভাতের পালনকর্তার, তিনি যা সৃষ্টি করেছেন,তার অনিষ্ট থেকে, অন্ধকার রাত্রির অনিষ্ট থেকে,যখন তা সমাগত হয়,। আর গিরায় ফুতকার দানকারী নারীদের অনিষ্ট থেকে, আর হিংসুকের অনিষ্ট থেকে যখন সে হিংসা করে’।