কিছু কিছু কাজ আছে যা ঘটলে নামায ভঙ্গ হয় না; কিন্তু নামাযের সৌন্দর্য অনেকাংশে কমে যায়। এ বিষয়গুলোকে মাকরূহ বা অপছন্দনীয় কাজ বলা হয়। মাকরূহ হলে নামায পুনরায় আদায় করতে হয় না। তবে নামাযকে পরিপূর্ণভাবে আদায় করতে হলে এ কাজগুলো থেকে বেঁচে থাকা একান্ত আবশ্যক। নিম্নে মাকরূহসমূহ আলোকপাত করা হলো-
০১. নামাযের মধ্যে মুখ ঢেকে রাখা।
০২. নামাযের মধ্যে চক্ষু বন্ধ করে রাখা। (তবে নামাযের মধ্যে ধ্যান আসার জন্য হলে মাকরূহ হবে না)
০৩. মাথা কিংবা কাঁধের উপর কাপড় রেখে তার দু’প্রান্তদেশ সোজা নিচের দিকে ঝুলিয়ে রাখা।
০৪. ধুলো বালি লাগার ভয়ে কাপড়কে গুটিয়ে নেয়া।
০৫. বিনা কারণে খালি মাথায় নামায আদায় করা।
০৬. নামাযের মধ্যে আঙুল মটকানো।
০৭. মাথার মধ্যস্থান খালি রেখে টুপি বা পাগড়ি পড়া।
০৮. কাপড় বা শরীর নিয়ে খেলা করা।
০৯. ঘাড় ফিরিয়ে ডানে বামে তাকানো।
(তবে সিনাহ ঘুরে গেলে নামায ভেঙে যাবে)
১০. শরীর আড়মোড়া দেয়া।
১১. জামার বোতাম উন্মুক্ত রাখা।
১২. নামায আদায়রত অবস্থায় আকাশের দিকে তাকানো।