নামাজের প্রয়োজনীয় দোয়াসমুহ

.

দোয়া কুনুত
اَللَّهُمَّ اِنَّ نَسْتَعِيْنُكَ وَنَسْتَغْفِرُكَ وَنُؤْمِنُ بِكَ وَنَتَوَكَّلُ عَلَيْكَ وَنُثْنِىْ عَلَيْكَ الْخَيْرَ وَنَشْكُرُكَ وَلاَ نَكْفُرُكَ وَنَخْلَعُ وَنَتْرُكُ مَنْ يَّفْجُرُكَ-اَللَّهُمَّ اِيَّاكَ نَعْبُدُ وَلَكَ نُصَلِّىْ وَنَسْجُدُ وَاِلَيْكَ نَسْعَى وَنَحْفِدُ وَنَرْجُوْ رَحْمَتَكَ وَنَخْشَى عَذَابَكَ اِنَّ عَذَابَكَ بِالْكُفَّارِ مُلْحِقٌ

উচ্চারণঃ

আল্লাহুম্মা ইন্না নাসতাঈনুকা

ওয়া নাসতাগ ফিরুকা

ওয়ানুমিনু বিকা

ওয়ানাতাওয়াক্কালু আলাইকা

ওয়া নুছনী আলাইকাল খাইর।

ওয়া নাসকুরুকা

আলা নাক ফুরুকা

ওয়ানাখলাউ

উয়ানাত রুকু

মাইয়্যাফযুরুকা।

আল্লাহুম্মা ইয়্যাকানা বুদু

ওয়ালাকা নুছালি্ল

ওয়া নাস জুদু

ওয়া ইলাইকা নাসয়া

ওয়া নাহফিদু

ওয়া নারজু রাহমাতাকা

ওয়া নাখশা আজাবাকা

ইন্না আজাবাকা

বিলকুফফারি মূলহিক।


অর্থ : হে আল্লাহ! আমরা আপনারই সাহায্যপ্রার্থী এবং একমাত্র আপনার কাছেই ক্ষমাপ্রার্থী। আপনার উপর আমরা ঈমান এনেছি এবং আপনার উপরই ভরসা করি, আপনার উত্তম প্রশংসা করি, আপনার শোকর আদায় করি, আপনার প্রতি অকৃতজ্ঞ হই না, যারা আপনার নাফরমানী করে, তাদেরকে পরিত্যাগ করি এবং তাদের সঙ্গে সম্পর্ক ছিন্ন করি। হে আল্লাহ! আমরা আপনারই ইবাদাত করি, আপনার জন্যই নামাজ পড়ি এবং আপনার জন্যই সিজদা করি, আপনার দিকেই ধাবিত হই, আপনার হুকুম পালনের জন্যই প্রস্তুত থাকি, আপনার দয়ার আশা করি, আপনার শাস্তিকে ভয় পাই। নিঃসন্দেহে আপনার শাস্তি ভোগ করবে কাফির সম্প্রদায়।