নামাজের প্রয়োজনীয় দোয়াসমুহ

.

রুকু ও সিজদাহ

রুকু তাসবীহ

উচ্চারণ: (سُبْحَانَ رَبِّيَ الْعَظِيْمِ.) সুবহানা রাব্বিয়াল আ’যীম। অর্থ : আমি আমার মহান প্রভুর পবিত্রতা বর্ণনা করছি। দোয়াটি তিনবার বা ততোধিক (পাঁচ/সাতবার) পড়া ভাল।


রুকু তাসমী

উচ্চারণ: ( سمع الله لمن حمده) সামি আল্লাহু লিমান হামিদাহ্। অর্থ : সে আল্লাহ শ্রবণ করেছেন, যাঁর জন্য প্রশংসা করা হয়েছে।


রুকু তাহমীদ

উচ্চারণ: (ربنا ولك الحمد ) রাব্বানা-লাকাল হামদ। অর্থ : হে আমাদের প্রতিপালক! তোমার জন্যই সমস্ত প্রশংসা।


সিজদার তাসবীহ্

উচ্চারণ: (سُبحانَ ربِّيَ الأعلَى) সুবহানা রাব্বিয়াল আ’লা। অর্থ : আমার প্রতিপালক সুমহান ও পবিত্র