নামাজের প্রয়োজনীয় দোয়াসমুহ

.

সানা
سُبْحَانَكَ اَللَّهُمَّ وَ بِحَمْدِكَ وَ تَبَارَكَ اسْمُكَ وَ تَعَالِىْ جَدُّكَ وَ لَا اِلَهَ غَيْرُكَ

উচ্চারণ:


সুবহানাকা ল্লাহুমা

ওয়া বিহামদিকা

ওয়া তাবারাকাসমুকা

ওয়া তাআ’লা জাদ্দুকা

ওয়ালাইলাহা গাইরুকা


অর্থ : হে আল্লাহ্! আমি তোমার পবিত্রতা বর্ণনা করছি। তুমি প্রশংসাময়, তোমার নাম বরকতময়, তোমার মর্যাদা অতি উচ্চে, আর তুমি ব্যতীত সত্যিকার কোনো মাবুদ নেই।