বিভিন্ন নামাজ আদায়ের নিয়ম

.

দুই রাকাত নামাযের নিয়ম

•নামাযের জায়গায় সোজা হয়ে দাঁড়াতে হবে।


• যে ওয়াক্তের যে নামায আদায় করা হচ্ছে, সে ওয়াক্তের সেই নামাযের নিয়ত করে দাকবীরে তাহরীমা আল্লাহু আকবার বলতে হবে। এটা বলার সময় দু’হাত কান পর্যন্ত উঠিয়ে পুরুষদের ক্ষেত্রে দু’হাত নাভীর উপর বাঁধতে হবে আর নারীদের ক্ষেত্রে দু’হাত বুকের উপর বাঁধতে হবে।


• প্রথমে সানা (সুবহানাকা আল্লাহুম্মা....) পাঠ করতে হবে।


• এরপর সুরা ফাতিহা (আলহামদু শরীফ) পাঠ করে আমীন বলে আবার বিসমিল্লাহি .... পাঠ করে কুরআনের যে কোন সূরা অথবা সূরার অংশ বিশেষ পাঠ করতে হবে।


• অতঃপর আল্লাহু আকবার বলে রুকুতে যেতে হবে এবং রুকুতে গিয়ে কমপক্ষে তিনবার রুকুর তাসবীহ “সুবহানা রাব্বিআল আজীম” পাঠ করতে হবে। তাসবীহ পাট শেষে “সামিআল্লাহু লিমান হামিদাহ” বলতে হবে।


• অতঃপর আল্লাহু আকবার বলে সিজদায় গিয়ে কমপক্ষে তিনবার সিজদার তাসবীহ (সুবহানা রাব্বিয়াল আ’লা) পড়ে আল্লাহু আকবার বলে সোজা হয়ে বসতে হবে। একইভাবে পরপর দুইবার সিজদাহ করতে হবে।


• এরপর দাঁড়িয়ে আগের মতো তাসমীহ (বিসমিল্লাহ) পাঠ করে সূরা ফাতিহা পাঠ শেষে আমীন বলে আবার বিসমিল্লাহ পাঠ করে কুরআনের যে কোন সূরা বা অংশ বিশেষ পাঠ করে রুকুতে যেতে হবে। রুকুতে গিয়ে আগের মত তাসবীহ পাঠ করে দাঁড়াতে হবে।


• এরপর দাঁড়িয়ে তাহমীদ (সামিয়াল্লাহু লিমান হামিদাহ) পাঠ করে আল্লাহু আকবার বলে সিজদায় যেতে হবে। সিজদায় গিয়ে পূর্বের মত তাসবীহ পাঠ করে আল্লাহু আকবার বলে সোজা হয়ে বসতে হবে।


• আবার আগের মত আল্লাহু আকবার বলে দ্বিতীয় সিজদায় গিয়ে তাসবীহ পাঠ শেষে আল্লাহু আকবার বলে উঠে বসতে হবে।


• বসার পর আত্তাহিয়্যাতু পাঠ করতে হবে। আত্তাহিয়্যাতু পাঠ করার পর দরূদ শরীফ, দোয়া মাসূরা পাঠ করে ডানে বামে সালাম ফিরায়ে নামায শেষ করতে হবে।


৫. আমাদেরকে সরল পথ দেখাও।